শ্রীমঙ্গলে পুলিশের ভুয়া এসআই আটক

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০১৮

শ্রীমঙ্গলে পুলিশের ভুয়া এসআই আটক

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শহরের পৌর এলাকার স্টেশন রোডস্থ শাপলা সুপার মার্কেটের সামনে থেকে আবুল ইসলাম (৩৩) নামে ভুয়া পুলিশ এস আইকে গ্রেফতার করা হয়েছে।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত আবুল ইসলামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মদনপুর গ্রামে। সে ওই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে বলে জানা গেছে।

শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি আবুল ইসলাম নিজেকে মৌলভীবাজার থানার এসআই পরিচয় দিয়ে অন্ত কুর্মী নামের এক ব্যক্তির চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করে দেয়ার কথা বলে ৫ হাজার টাকা দাবি করে। পরে অন্ত কুর্মী ইজিবাইকটি ফেরত পাওয়ার আশায় প্রাথমিক অবস্থায় তাকে নগদ ১ হাজার ৮০০ টাকা প্রদান করে। পরবর্তীতে আবুল ইসলাম বাকি টাকার জন্য অন্ত কুর্মীকে তাগাদা দিলে রোববার বিকেলে শাপলা মার্কেটের সম্মুখে এসে বাকি ৩ হাজার ২০০ টাকা লেনদেনের সময় ইজিবাইকটি কোথায় জানতে চাইলে এসআই পরিচয়দানকারী ওই প্রতারক জানায় ইজি বাইকটি উদ্ধার করে শাহজিবাজার থানায় রাখা হয়েছে।
কিন্তু শাহজিবাজার নামে কোন থানার নাম না থাকায় তাকে ভুয়া এসআই সন্দেহ করে শ্রীমঙ্গল থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই মো. রফিকুল ইসলাম এসে আবুল ইসলামকে পুলিশ হেফাজতে নেন। পরবর্তীতে মৌলভীবাজার সদর থানায় আবুল ইসলাম নামে কোন এসআই না থাকায় পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ভুয়া এসআই পরিচয়দানকারী বলে স্বীকার করে।

Manual2 Ad Code

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আবুল ইসলামের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..