মাহিকে ছাড়াই শাকিবের বাড়িতে ‘ও মাই লাভ’

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

মাহিকে ছাড়াই শাকিবের বাড়িতে ‘ও মাই লাভ’

Manual7 Ad Code

‘ও মাই লাভ’ শিরোনামে এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার শিল্পী সাবর্ণী ও হৃদ্ধিস। গতকাল শুক্রবার থেকে ছবির শুটিং শুরু হয়েছে। এই ছবির দ্বিতীয় নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল সাবর্ণীর। মাহি সরে যাওয়ায় ছবির প্রধান নায়িকা হিসেবে কাজ করছেন তিনি। ছবিটি এক্সেল ফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে। ছবিটি প্রযোজনা করছে জাহাঙ্গীর শিকদার।

Manual2 Ad Code

এক্সেল মুভিজের ব্যানারে নির্মিত এ সিনেমাটির জন্য প্রায় চার মাস আগে চুক্তিবদ্ধ হন মাহি। হঠাৎ করেই মাহি ছবি থেকে সরে দাঁড়ালে পরিচালক সমিতি ও শিল্পী সমিতিতে অভিযোগ করেন নির্মাতা। নির্মাতা ও মাহির পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাদের ডাকা হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, প্রযোজক হিমেলসহ চলচ্চিত্রের কয়েকজনের উপস্থিতে বৈঠক হয়।

Manual2 Ad Code

এ প্রসেঙ্গ জায়েদ খান বলেন, ‘পরিচালক ও প্রযোজক অভিযোগ আনেন মাহি সিনেমাটির শুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও গতকাল শুটিংয়ে অংশ নেননি। এবং সিনেমাটির কাজ তিনি করবেন না। এদিকে মাহি অভিযোগ করেন সিনেমাটির জন্য কলকাতা থেকে একজন নায়িকা আনা হয়েছে। এতে করে তার চরিত্রের গুরুত্ব কমে যাচ্ছে বলেই কাজটি করবেন না। গল্পের সংশোধন করলে কাজটি করবেন মাহি। এদিকে পরিচালক কিছুতেই গল্পের সংশোধন করবেন না। তাই দুই পক্ষের সম্মতিক্রমে মাহি এ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। মাহি বলেছেন প্রযোজকের টাকা ফেরত দিয়ে দিবেন।’

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..