সিলেটে জামানত হারালেন ৮৬ কাউন্সিলর প্রার্থী

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

সিলেটে জামানত হারালেন ৮৬ কাউন্সিলর প্রার্থী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামানত হারিয়েছেন ৮৬ জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে ৫৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ২৯ জন সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী।

নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে তার জামানত হারাবেন। ফলে ওই প্রার্থীরা তাদের ওয়ার্ডে সাড়ে ১২ শতাংশ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual4 Ad Code

জানা গেছে, ২৭ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ১২৬ জন। এরমধ্যে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্র স্থগিত হওয়ায় ২৫ জন কাউন্সিলরকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই ২৫ ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নেয়া ১১৯ জন প্রার্থীর মধ্যে ৫৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

Manual6 Ad Code

এদিকে সংরক্ষিত ৯ ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ৬২ জন। এরমধ্যে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্র স্থগিত এবং একটি ওয়ার্ডে দুজন প্রার্থীর ভোট সমান হওয়ায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Manual6 Ad Code

স্থগিত হওয়া দুই আসন ছাড়া নারী কাউন্সিলর পদে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে ২৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সংরক্ষিত ৮ ও ৯নং আসনে একটি কেন্দ্রে ভোট স্থগিত হওয়ায় ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা হয়নি।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..