শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নের দাবিতে সিলেটে ছাত্র জমিয়তের বিক্ষোভ

Manual7 Ad Code

সিলেট :: ঢাকায় বাস চাপায় দুই স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে ও ঘাতক বাস চালক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।

শুক্রবার (৩ আগস্ট) বাদ জুমআ নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে এক পথসভায় মিলিত হয়।

Manual8 Ad Code

সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক হাফিজ ছাদিক আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম ক্বাসেমী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা ফয়ছল আহমদ, সাবেক প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মহানগর ছাত্র জমিয়তের সিনিয়র সহ সভাপতি হাফিজ শাহিদ আহমদ হাতিমী, সহ সভাপতি আবুল খয়ের, সহ সাধারণ সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল হাসিব, সদস্য জাফর সরওয়ার, দেলওয়ার মনজু, তোফায়েল আহমদ সোবহানী, হাফিজ সালমান আহমদ, হাফিজ জাকারিয়া সালমান প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও তাদের ৯ দফা দাবি সমূহ সর্বমহলের গ্রহণযোগ্য রয়েছে। এমনকি সরকার দলীয় সাধারণ সম্পাদকও যৌক্তিক বলে উলে­খ করেছেন। শিক্ষার্থীদের দাবি মেনে নিলে নিরাপদ সড়ক অনেকটা বাস্তবায়ন হবে। বক্তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়ে ছাত্রদলের দাবি মেনে নিয়ে পরিবেশ শান্ত করার আহŸান জানান। কারন, ছাত্ররা অন্য কারো আশ্বাসকে বিশ্বাস করে না। আন্দোলনরত শিক্ষার্থী ও যাত্রী সাধারণ জনগণও মনে করছে একমাত্র নৌমন্ত্রীর অপসারণের মাধ্যমে ড্রাইভার ও যানবাহন মালিকের বেপরোয়া মনোভাব দূর করা সম্ভব। ঘাতক বাস চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..