মৌলভীবাজারে এক মাসের শিশু রেখে নারী উধাও

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৮

মৌলভীবাজারে এক মাসের শিশু রেখে নারী উধাও

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নে এক মাস বয়সী এক শিশুকে রেখে উধাও হয়েছেন অজ্ঞাত পরিচয় এক নারী। বৃহস্পতিবার সকালে নাজিরাবাদ ইউনিয়নের বড়ইউড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি আছে।

Manual7 Ad Code

বড়ইউড়ি গ্রামের বাসিন্দা শামিম মিয়া বলেন, সকালে অজ্ঞাত পরিচয় এক নারী আমার মেয়ে লিপি বেগমকে (১৮) বলে ‘আমি ওষুধ নিয়ে আসতেছি তুমি আমার শিশুটিকে একটু সময় দেখে রাখো’। এরপর ওই নারী আর ফিরে আসেনি। পরে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। তার সহযোগিতায় শিশুটিকে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে। বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে।

মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..