সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০১৮
৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২টি কেন্দ্রে জবরদখল, ভোট ডাকাতি, ব্যালেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনে পূণরায় নির্বাচনের দাবি করে রিটার্র্নিং অফিসার বরাবরে আবেদন করেছেন ২১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী (ঘুড়ি মার্কা) প্রতীক নিয়ে ২১নং ওয়ার্ডে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মোঃ সাহেদুর রহমান।
মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে তিনি আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, ৩০ জুলাই নির্বাচনে সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং ১০১) ও স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল কেন্দ্র (নং-১০৫) সকাল ১০টায় কাউন্সিলর প্রার্থী সাহেদুর রহমানের সকল এজেন্টদের বের করে দেয় প্রতিদ্বন্ধি প্রার্থী জোর পূর্বক ব্যালেট পেপার ছিনিয়ে নিয়ে প্রতিদ্বন্ধী প্রার্থী এর সমর্থকরা সিল মেরে ভোট বাক্সে ঢুকিয়ে দেয়। এ দুটি কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও ভোট ডাকাতি দেখে কাউন্সিলর পদপ্রার্থী সাহেদুর রহমান তাৎক্ষণিক প্রিসাইডিং অফিসারকে বিষয়টি অবগত করলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। আইনশৃঙ্খলাবাহিনীকে এ বিষয়টি জানালেও তারা নীরব ভূমিকা পালন করে। তাদের এ অনিয়ম, কারচুপি ও ভোট ডাকাতির বিষয় প্রিসাইডিং অফিসারকে জানান এবং ভোট প্রদান স্থগিত করার আবেদন করেন কাউন্সিলর পদপ্রার্থী সাহেদুর রহমান। প্রতিদ্বন্ধি প্রার্থী তার সমর্থকদের উপর হামলা চালায় ও তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। তাদের ভোট ডাকাতি বেসরকারি টিভি চ্যানেল ৭১ টিভিতে প্রকাশিত হয়। তাই সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (নং ১০১) ও স্কলার্সহোম প্রিপারেটরী স্কুল কেন্দ্র (নং-১০৫) এ দুটি কেন্দ্রে পূণরায় নির্বাচন দাবি করেন কাউন্সিলর পদপ্রার্থী মো. সাহেদুর রহমান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd