সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, মে ১৭, ২০১৮
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিজপাট ইউনিয়নের মোকামটিলা উরফে ঝর্ণা টিলা নামক গ্রামের রঙ্গন হাউজে অভিযান চালিয়ে গতকাল বুধবার ১৬ মে দিবাগত রাত সাড়ে ১০টায় দুই তরুন তরুণীকে অাটক করে৷ এলাকাবাসী অভিযোগ দীর্ঘ দিন হতে এই হউজে মিনি পতিতালয় হিসাবে চিহ্নিত হয়েছে৷ এলাকাবাসীর মৌখিক অভিযোগে এবং মডেল থানা পুলিশ জৈন্তাপুরকে অপরাধ মুক্ত করতে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিত্বে এস অাই ইন্দ্রনীল এস অাই মোফাজ্জল হোসেনের যৌথ অভিযানে তাদেরকে অাটক করে৷ অাটককৃতরা হল জৈন্তাপুর ইউনিয়নের অাসামপাড়া গ্রামের তাজুল ইসলাম এবং নিজপাট ইউনিয়নের তিলকৈপাড়া গ্রামের ছন্দ নাম (নাজমা বেগম)৷ অভিযানের সময় পতিতালয় পরিচালনাকারী ও তার সহযোগি অন্যান্যরা পালিয়ে যায়৷
এবিষয়ে পুলিশ সূত্রে অাটকের বিষয় নিশ্চিত করে জানায় জৈন্তাপুর উপজেলায় মাদক, জুয়া, তীর খেলা, মিনি পতিতালয় সহ সকল ধরনের অপরাধ বন্ধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বন করে যাচ্ছে৷ যে কোন ধরনের অপরাধ বন্ধে পুলিশ কার্যকর ভূমিকা পালন করছে কাউকে ছাড় দেওয়া হবে না৷ সমাজের অপরাধ দুর করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অাহবান জানন৷ তথ্য প্রদানকারীর পরিচয় সর্বাবস্থায় গোপন রাখা হবে৷
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd