সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (৮৯ মি.মি.) বর্ষণ হতে পারে।
প্রবল বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধির কারণে এরইমধ্যে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বর্ষণ শুরু হয়েছে। কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। যেনো দিনের বেলা ‘রাতের আঁধার’। ফলে পথ চলতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালাতে হচ্ছে।
সকালে থেকে দেশের বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড়ের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত রাজশাহীতে কালবৈশাখী ঝড়ে একজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে।
দেশের বিভিন্ন এলাকায় দুর্ঘটনা এড়াতে নৌ ও ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd