সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮
আলী হোসেন, মৌলভীবাজার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন ছেলেও।
বুধবার রাত সোয়া ২টার দিকে রাজনগর সদর ইউনিয়ন ভোজবল গ্রামের ওয়াছির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা রোকেয়া বেগম (৫৫) ও মেয়ে শাহিনা বেগম (২৪)। তাদের বাড়ি একই এলাকায়। ছেলে মুন্না মিয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি শ্যামল দত্ত জানান, রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক মেয়ে শাহিনাকে মৃত বলে ঘোষণা করেন।
অবস্থা গুরুতর হওয়ায় মা রোকেয়া ও ছেলে মুন্না মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে যাওয়ার পথে মা রোকেয়ার মৃত্যু হয়। ছেলে ঢামেকে চিকিৎসাধীন বলে জানান ওসি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd