সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। উপজেলার বুধবারীবাজারের কালিজুরীতে কুশিয়ারা নদী থেকে ফখরুল ইসলাম নামের এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে মঙ্গলবার বিকেলে। এ খবরটি জানাজানি হলে উৎসুক শত শত জনতা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় জমায়। জেলে ফখরুল জানান, তিনি প্রতি দিনের মত জাল নিয়ে মাছ ধরতে যান। দিনের শেষ বেলাতে হঠাৎ করে জাল তুলতেই এ বিরল প্রজাতির মাছটি দেখতে পান। প্রথমে ভয় পেলেও পরে তিনি মাছটি স্থানীয় বুধাবারীবাজারে নিয়ে যান। মাছটির ওজন প্রায় দেড় কেজি বলেও জানান তিনি। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা ফনিন্দ্র সরকার বলেন, এটি একটি ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামে বিরল প্রজাতির স্বাদু পানির মাছ। মাছটির বৈজ্ঞানিক নাম ‘হাইপোসটোমাস পিকোসপোমাস’। এরা নদীতে পানির সবচাইতে নিচু অংশে থাকে, এ কারণে এ মাছটি সহজে ধরা পড়ে না।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd