আওয়ামীলীগ সরকারের আমলে মাদ্রাসা ও স্কুলে যা উন্নয়ন হয়েছে সবই : শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

Manual1 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে। আর বিএনপি-জামাত জোট সরকার উন্নয়নের স্লোগান দিয়ে শুধু লুটপাট আর নৈরাজ্য করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, ওরা দেশে আল্লাহ আইন চালুর দোহাই দিয়ে দেশের সহজ সরল মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। মাদ্রাসা ও স্কুলে যা উন্নয়ন হয়েছে সবই আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। তিনি বলেন, সরকারের আন্তরিকতায় অল্প সময়ের মধ্যে ভাঙ্গা রাস্তা সংস্কার করে জনগণের ভোগান্তি দূর করা হচ্ছে। তিনি খুব শীঘ্রই গোলাপগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলেও আশ^াস দিয়ে বলেন, এ টেকনিক্যাল কলেজ থেকে আমাদের উপজেলার নতুন প্রজন্ম তথ্য প্রযুক্তির জ্ঞানে আলোকিত হবে।

Manual2 Ad Code

তিনি গতকাল বুধবার গোলাপগঞ্জের ভাদেশ্বরের মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার তিনটি নতুন ভবনের উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এতে সভাপতিত্ব করেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার লুৎফুর রহমান। মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ ও মীরগঞ্জ এম আই দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সয়েফ উদ্দিন। উপস্থিত ছিলেন, মীরগঞ্জ মাদ্রাসার সুপার আরিফ, সহ সুপার আব্দুল ওয়াদুদ ও মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল। শিক্ষামন্ত্রী ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিকোনা- ফেঞ্চুগঞ্জ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন, ৫ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার দাউদপুর-ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন সহ বিভিন্ন উন্নয়নমূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..