ছাত্রলীগ নেতা মওদুদ ও নাবিদের উপর হামলা : মামলার উচ্চপর্যায়ের তদন্ত দাবি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :: সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমিনুর রিয়াজ মওদুদ ও নাবিদের উপর হামলার ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। মওদুদের পিতা সাংবাদিক খলিলুর রহমান গতকাল শনিবার (২১এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে দেয়া এক আবেদনে এ দাবি জানান। এতে উল্লেখ করা হয় মওদুদ ও তার সহকর্মী সৈয়দ ওবায়দুল কাহের নাবিদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার সুষ্টু তদন্ত হচ্ছে না। অজ্ঞাত কারনে তদন্ত কর্মকর্তা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছেন। সাক্ষ্যপ্রমানে প্রকাশিত প্রকৃতদ ঘটনাকারীদের বাদ দিয়ে নিরপরাধ লোকদের জড়িয়ে হয়রানীর চেষ্টা করছেন। এতে করে আক্রান্তরা ন্যায়বিচার পাপ্তি থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি জনহয়রানীর আশংকা রয়েছে। খলিলুর রহমান তার পুত্র মওদুদ ও তার সহকর্মী নাবিদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পরিবর্তন ও উচ্চপর্যায়ের তদন্ত দাবি করেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত বছরের ১৯ আগস্ট রাতে নগরীর সুবিদবাজার এলাকায় প্রতিপক্ষ তুষার গ্রুপের হামলার শিকার হন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমিনুর রিয়াজ মওদুদ ও তার সহকর্মী সৈয়দ ওবায়দুর কাহের নাবিদ। গুরুতর অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচার ও চিকিৎসার পর মওদুদকে ভারতে ও নাবিদকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মওদুদের পিতা খলিলুর রহমান বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় একটি মামলা {নং-১০(৮)১৭} করেন। মামলাটি তদন্ত করছেন এয়ারপোর্ট থানার এসআই মোফাজ্জল হোসেন।

Manual7 Ad Code

এসএমপির ডেসপাস শাখা উচ্চ পর্যায়ের তদন্তের আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..