ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল ইউনিয়নের দড়া ওয়ার্ডবাসীকে ফেসবুকের মাধ্যমে অশালীন ভাষায় গালিগালাজ করায় ওয়ার্ডবাসীর পক্ষ থেকে পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসীর কয়েকজন উন্নয়নের স্বার্থে দড়ার রাস্তা সংক্রান্ত সমস্যা বিষয়ে ফেসবুকে তুলে ধরেন। ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল বিষয়টি তার জন্য অপমানজনক মনে করে দড়াবাসীকে অশালীন ভাষায় ফেসবুকের মাধ্যমে গালিগালাজ করেন এবং বিভিন্নজনকে হুমকি প্রদান করেন। এতে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সামাজিক ভাবে এলাকার মান-সম্মান ক্ষুণ্ন হওয়ায় জিল্লুর রহমান ওয়ার্ডবাসীর পক্ষে এ অভিযোগ দায়ের করেছেন। কয়েক মাস আগে ফুলবাড়ী ইউনিয়নবাসী চেয়ারম্যান মাহবুবুর রহমান ফয়ছল-এর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, চেয়ারম্যান ফয়ছল ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়ন পরিষদকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে মনগড়া কর ও অন্যান্য ফি ধার্য করে বহিরাগত লোকজনকে দিয়ে উক্ত কর ও ফি আদায় করে যাচ্ছেন।