কমলগঞ্জে বন আইনে সাজাপ্রাপ্ত আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৮

কমলগঞ্জে বন আইনে সাজাপ্রাপ্ত আসামী কুমিল্লা থেকে গ্রেফতার

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুর রহিম (৪০)-কে কুমিল্লার বুড়িচং বাজার থেকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ এর নেতৃত্বে এএসআই আনিসুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। বুধবার আদালতের মাধ্যমে সোপর্দ করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ জানান, ২০০৪ সালে বন আইনে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামের আব্দুল আলীম এর পুত্র আব্দুর রহিম (৪০) দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানা পুলিশের সহায়তায় বুড়িচং বাজারের একটি ফার্নিচার দোকান থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..