বিশ্বনাথে কিশোরী ধর্ষণ প্রবাসী আটক

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

বিশ্বনাথে কিশোরী ধর্ষণ প্রবাসী আটক

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে ১৫বছর বয়সী কিশোরিকে ধর্ষণের অভিযোগে আফছর আলী (৩০) নামের এক দুবাই প্রবাসীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মসকন্দর আলীর পুত্র। আটকের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল আকন্দ বলেন, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

পাশবিকতার শিকার হওয়া কাদিপুর গ্রামের ওই কিশোরীর হতদরিদ্র পিতা জানান, তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে থেকে দিনমজুরের কাজ করেন। গত শনিবার দুপুরে বাড়িতে দাদীর কাছে মেয়েকে রেখে কিশোরীর মা তার সঙ্গে দেখা করতে ধনপুর গ্রামে যান। ঐ দিন বিকেল ৪টায় কিশোরীর দাদী হাওর থেকে গরু নিয়ে আসতে বাড়ির বাইরে গেলে এই সুযোগকে কাজে লাগিয়ে কিশোরীর বসত ঘরে প্রবেশ করে পার্শ্ববর্তি বাড়ির বাসিন্দা দুবাই প্রবাসী আফছর আলী জোরপূর্বকভাবে তাকে ধর্ষণ করে। এসময় প্রতিবেশী লোকজন এগিয়ে আসলে আফছর আলী পালিয়ে যায়। ঘটনার পর থেকে নির্যাতিতা কিশোরীর পিতাকে ভয়ভিতি দেখিয়ে স্থানীয় মাতব্বররা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে মঙ্গলবার (১৭এপ্রিল) রাতে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। রাত সাড়ে ১১টায় থানার এসআই রাকিবুল হাসান ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নিজ বাড়ি থেকে অভিযুক্ত আফছর আলীকে আটক করেন এবং ভিকটিমকে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..