অর্থপাচারে প্রথম স্থানে শিলং তীর

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

অর্থপাচারে প্রথম স্থানে শিলং তীর

Manual4 Ad Code

ক্রাইম ডেস্ক :: বৃহত্তর সিলেটের একটি মারাত্মক ভারতীয় জুয়া হচ্ছে শিলং তীর।এই জুয়ায় আসক্ত সিলেটের প্রায় ৬৫ শতাংশ তরুন তরুণী। শুধু তরুন তরুণী থেকে শুরু করে সকল শেনী পেশার লোকজন ভারতীয় তীর নামক জুয়ায় অসাক্ত হচ্ছেন। এই জুয়ার সিস্টেম হচ্ছে আপনি সকালবেলা আপনার পছন্দের একটি সংখ্যা (১-১০০ পর্যন্ত )আপনার টার্গেট মত টাকা দিয়ে কিনবেন তীরের এজেন্ট হতে।বিকাল ৫ টায় ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে তীরের কেন্দ্রীয় এজেন্ট ১০০ সংখ্যা হতে ৯৯ টি সংখ্যা নিজের হাতে রেখে একটি সংখ্যা ওই জুয়াতে বিক্রি করবেন। যারা ওই বিক্রি করা সংখ্যাটি অজান্তে কিনে ফেলেছেন তারাই হবেন ড্র এর বিজয়ী। এভাবে প্রতিদিন বাংলাদেশ থেকে প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে এই শিলং তীর একমাত্র সিলেট থেকেই ১০,০০০০০ টাকা লুটে নিচ্ছে।যেহেতু এটা ভারতীয় জুয়া তাই ভারতের লোকেরাই বিজয়ী হন,আর বাংলাদের জুয়ারিরা ভুয়া হিসেবে দেশের টাকা ওদের বিলিয়ে দিচ্ছেন। প্রতিমাসে একজন মাত্র বাংলাদেশি বিজয়ী হন।এভাবেই আমাদের দেশের অর্থ পাচার হচ্ছে,কিন্তু প্রশাসনের অবহেলার কারনে আমরা অর্থপাচারের সোর্স খুজে না পেয়ে আমাদের দেশের রজনৈতি দল সহ দেশের স্বনামধন্য ব্যক্তিদের দায়ী করে থাকি।আর ওরা ঘরে বসে বসে আমাদের আমাদের জোকস দেখে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..