তাহিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার,স্বামী ও শশুর আটক

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৮

তাহিরপুরে গৃহবধূর লাশ উদ্ধার,স্বামী ও শশুর আটক

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আছমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আছমা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চড়গাওঁ গ্রামের আনোয়ার আলীর মেয়ে ও একেই উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের সফিক মিয়ার(৩০) স্ত্রী। এঘটনায় নিহতের শফিক মিয়া (স্বামী) ও শশুর আতারুপ মিয়া কে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়,শফিক মিয়ার অভাবের সংসার থাকায় প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। গত শনিবার(১৪এপ্রিল) রাতে শফিক মিয়া লাইট নিয়ে স্ত্রী আছমা বেগমের সাথে কথা কাটাকাটির হয়। এক প্রর্যায়ে শফিক মিয়া আছমাবেগম কে মারদও করে বড়ছড়া কয়লা ডিপোতে চলে যায়। এর পর রবিবার(১৫এপ্রিল) বেলা ১২টার সময় পাশের বাড়ির লোকজন শফিক মিয়ার একটি পরিতক্ত্য বাড়িতে আছমা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সবাইকে জানায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তর্দন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..