সিলেট ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নির্মাতা রবিন খান টিভি মিডিয়ায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবার এই গণ্ডির বাইরে এসে বড়পর্দার দর্শকের জন্য একটি নতুন ছবি উপহার দিতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম এই ছবির নাম ‘মন দেব মন নেব’। ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি ও শিবলী নওমান। এরইমধ্যে ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানালেন ছবির নির্মাতা রবিন খান। তিনি বলেন, এ ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে।
বর্তমানে কালার কারেকশনের কাজ চলছে। সামনে ছবিটি সেন্সরে জমা দেবার পরিকল্পনা করেছি। আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। শিবলী বলেন, এমন একটি ভালো ছবিতে কাজ করার জন্য অপেক্ষায় ছিলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। মাহি বলেন, রোমান্টিক দৃশ্যের বাহিরেও বেশকিছু অ্যাকশন দৃশ্যে কাজ করেছি। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবে। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কবরী, সুব্রত, মারুফ, চৈতী, গাজী রাকায়েত, বড়দা মিঠু, আমীর সিরাজী, সমাপ্তিসহ অনেকে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd