সুনামগঞ্জে বালুচাপায় দুই নারী শ্রমিক নিহত

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

সুনামগঞ্জে বালুচাপায় দুই নারী শ্রমিক নিহত

Manual3 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জে ডলুরা চলতি নদীর তীর থেকে বালু উত্তোলনের সময় গর্তের ভেতরে চাপা পড়ে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন – সদর উপজেলার দলুয়া গুচ্ছগ্রামের আলেকা বেগম (৪০) ও ফেনিবিল গ্রামের রহিমা বেগম (৩১)।

Manual6 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মত রহিমা ও আলেখা পাথর উত্তোলন করতে যায় ডলুরা চলতি নদীতে। তারা নদী পাড়ে পাথর কুড়াতে থাকে। হঠাৎ তাদের দু’জনের ওপর বালুর একটি স্তূপ এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, “মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর ইউনিয়নের দলুয়া গ্রামে চলতি নদীর তীরে গর্ত খুঁড়ে বালু তুলছিলেন শ্রমিকরা। সাড়ে ১১টার দিকে গর্তের পাড় ধসে ভেতরে পড়লে কয়েকজন চাপা পড়েন। এতে আলেকা ও রহিমার মৃত্যু হয়।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করেছে। ঘটনা বিস্তারিত জানার জন্য পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

Manual7 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..