রাজমিস্ত্রির সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

রাজমিস্ত্রির সাথে পালালেন প্রবাসীর স্ত্রী

Manual7 Ad Code

ক্রাইম ডেস্ক :: শাশুড়িকে বাজারে ফেলে রাজমিস্ত্রিকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ছেলের বউ। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ফটিকছড়িতে। স্বামীর নগদ টাকা, স্বর্ণালংকার ও দুটি মোবাইল ফোন নিয়ে সাবেক প্রেমিকের হাত ধরে পালিয়েছেন প্রবাসীর স্ত্রী।

Manual2 Ad Code

১ এপ্রিল রোববার উপজেলা সদরের বিবিরহাট বাজারে শাশুড়ির সঙ্গে কেনাকাটা করতে এসে শাশুড়িকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় পুত্রবধূ। তার নাম মায়া অাকতার চম্পা (২২)।

Manual8 Ad Code

চম্পা ধুরুং লালমাজি পাড়ার সৌদি প্রবাসী মহিন উদ্দিন সাহেদের স্ত্রী। অাড়াই বছর আগে সুন্দরপুর ইউনিয়নের একখুলিয়া গ্রামের ইলিয়াছের মেয়ে চম্পার সঙ্গে মহিন উদ্দিনের বিয়ে হয়।
জানা যায়, প্রবাসীর মায়ের সঙ্গে অনেকটা জোর করে বাজারে যায় চম্পা। পরে ভূঁইয়া ক্লথ স্টোরের সামনে থেকে কৌশলে সটকে পড়েন তিনি।

Manual2 Ad Code

এর কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। তাকে কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় তার পরিবার থেকে নিশ্চিত করা হয়- তাদের নিজ গ্রামের তৈয়ব অালীর সঙ্গে পালিয়ে গেছে। পরে ঘরে রাখ স্বর্ণালংকার খুঁজেও পাওয়া যায়নি।

তৈয়ব অালীর সঙ্গে বিয়ের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল তার। তৈয়ব একখুলিয়া গ্রামের ইব্রাহিম বলির বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে।
পেশায় একজন রাজমিস্ত্রি। এ ঘটনার পর প্রবাসীর মা ফটিকছড়ি থানায় একটি
সাধারণ ডায়েরি (জিডি) করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..