মেডিকেল ছাত্রী শিউলির চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

মেডিকেল ছাত্রী শিউলির চিকিৎসার জন্য প্রয়োজন ১০ লক্ষ টাকা

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : রংপুর মেডিকেল কলেজের বিডিএস শেষ বর্ষের পরীক্ষার্থী ছাত্রী খাদিজা আক্তার শিউলি গত ২৭ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেলের আইসিইউতে ভর্তি আছেন।

ঘটনার পরই তকে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করানো হয়। গত ৩ মার্চ তার তিনঘণ্টাব্যাপী অস্ত্রপচার করা হয়। অস্ত্রপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। অস্ত্রপচারের পরে তার Quadriperesis & Respiratory Failure ( চার হাত-পা অবশ এবং স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে অক্ষমতা) ডেভেলপ করে এবং লাইফ সাপোর্টে রাখা হয়। এখন পর্যন্ত সে আইসিইউতেই অবস্থান করছে।

Manual5 Ad Code

জীবাণু সংক্রমণের আশংকায় তাকে যত দ্রুত সম্ভব আইসিইউ থেকে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথার তার জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।

আইসিইউ থেকে স্থানান্তর করতে তার জন্য ভেন্টিলেটর মেশিন (কৃত্রিম শ্বাসপ্রশ্বাস যন্ত্র) কেনা থেকে শুরু করে পরবর্তীতে ফিজিওথেরাপিসহ দেওয়াসহ চিকিৎসার যাবতীয় খরচ মেটাতে প্রয়োজন অন্তত ১০ লক্ষ টাকা।
তার পরিবারের পক্ষে এত ব্যয়ভার বহন করা কোনভাবেই সম্ভব নয়।

আপনার কিছু আর্থিক সাহায্যই বাঁচাতে পারে শিউলির জীবন। ফিরিয়ে দিতে পারে শিউলির স্বাভাবিক জীবনপ্রবাহ।

Manual7 Ad Code

শিউলিকে সাহায্য পাঠানোর পাঠানোর ঠিকানা-

ব্যাংক একাউন্ট:

শাহিনুর বেগম, একাউন্ট নং- ০১০০৪৯৯৪, সোনালী ব্যাংক লিমিটেড , পাবলিক সার্ভিস কমিশন শাখা, ঢাকা।

বিকাশ একাউন্ট:

01832954088 শাফী(শিউলীর কাজিন)
01786735403 (শিউলি)
01839791416 রিফাত চাচা ( শিউলীর চাচা)
01723065463 নোবেল ( শিউলীর ব্যাচমেট, রংপুর মেডিকেল)

রকেট একাউন্ট:

Manual1 Ad Code

017428283413
রুমেল (শিউলীর কাজিন)

যেকোনো জিজ্ঞাসায় যোগাযোগ-
01723065463 (নোবেল)

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..