মালয়েশিয়ায় মোবাইল বিয়ে!

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

মালয়েশিয়ায় মোবাইল বিয়ে!

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : মালয়েশিয়ায় জমকালো আয়োজনে শতাধিক কমিউনিটির উপস্থিতিতে সম্পন্ন হল মোবাইল বিয়ে। দীর্ঘদিন থেকে এ প্রথা চালু রয়েছে প্রবাসীদের মাঝে । মধ্যপ্রাচ্য,এশিয়া ইউরোপে বসবাসরত প্রবাসীরা মোবাইল বিয়ে প্রথা চালু রেখেছেন।

বর প্রবাসে আর কনে বাংলাদেশে। আবার কনে প্রবাসে বর বাংলাদেশে। মোবাইলে কবুল বলার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

সম্প্রতি ২ এপ্রিল সন্ধ্যায় মালয়েশিয়ার সেলাঙ্গুরের সেলায়াং পাসারে কর্মরত ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর থানার সেজা মোরা গ্রামের মৃত আবদুল আলীমের ছেলে প্রবাসী মো. শাহ আলম মিয়া (২৪) একই জেলার কসবা থানার সওদাবাজ গ্রামের মো. আলমগীর খানের মেয়ে শ্রাবনের (১৯) সঙ্গে তিন লাখ টাকার দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

Manual3 Ad Code

শাহ আলম ভাগ্য পরিবর্তনে এবং পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় ২০০৯ সালে পাড়ি জমান মালয়েশিয়ায়। তাও তার বড় ভাই মো. হানিফ মিয়া ওরফে পিছু শাহ আলমকে নিয়ে আসেন মালয়েশিয়ায়।

Manual4 Ad Code

২০০৭ সালে হানিফ কলিং ভিসায় পাড়ি জমান। দুই ভাই মিলে পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মালয়েশিয়ার সর্ববৃহৎ সব্জিবাজার সেলায়াং পাসারে রয়েছে একটি সব্জি দোকান।

Manual2 Ad Code

মোবাইল বিয়ের অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মনিরুজ্জামান মনির, মনির বিন আমজাদ, জালাল উদ্দিন সেলিম, শাখাওয়াত হক জোসেফ, সেলিম আহমদ, আসাদ মিয়া সহ সেলায়াং পাসারের ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই শাহ আলম ও শ্রাবনের নতুন জীবনের সুখ সমৃদ্ধি কামনা করেছেন।

Manual3 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..