পতিতালয়ে যৌনকর্মী খুন : গলাকাটা মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

পতিতালয়ে যৌনকর্মী খুন : গলাকাটা মৃতদেহ উদ্ধার

Manual7 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : পটুয়াখালী শহরের পতিতা পল্লীতে মুন্নি (২৭) নামে এক যৌনকর্মী খুন হয়েছে। গতকাল সন্ধ্যায় তার ঘর থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
এ সময় ওই ঘর থেকে রক্তমাখা একটি ছুরিও জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারন জানা যায়নি। নিহতের বাড়ি লালমনিরহাটের বড় গ্রামে বলে জানা গেছে।

Manual3 Ad Code

পতিতালয়ের লোকজন ও পুলিশ জানায়, মুন্নি গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘরের বাইরে না আসায় খোঁজ নিয়ে দেখা যায় তার রুমে গলাকাটা মরদেহ পড়ে আছে।

বাড়িওয়ালা চায়না বেগম জানান, থানায় খবর দিলে পুলিশ এসে রাত নয়টায় মৃতদেহ উদ্ধার করে। রক্তমাখা একটি ছুরি জব্দ করে। মুন্নি আট বছর ধরে পটুয়াখালী শহরের নতুন বাজারস্থ পতিতালয়ে তার বাড়ীতে বসবাস করে আসছে।

Manual4 Ad Code

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জসিম উদ্দিন জানান, কি কারনে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে তা প্রাথমিক ভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ হত্যাকান্ড হয়েছে বলে পুলিশের ধারনা। স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে মামলা রজু হবে।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..