সালমানের কারাদণ্ডের পর তসলিমার একের পর এক টুইট

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

সালমানের কারাদণ্ডের পর তসলিমার একের পর এক টুইট

Manual8 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে ৫ বছরের কারাদণ্ড হয়েছে বলিউডের মহাতারকা সালমান খানের। ‘ভাইজানের’ সাজা ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তারকারা। কেউ বলছেন এটা আইনের শাসন। তবে বেশিরভাগই বলছেন, অনেক বেশি সাজা হয়ে গেছে বলিউডের টাইগারের। সোশ্যাল সাইটে নিজেদের মতামত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। চুপ ছিলেন না প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও।

বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা সালমানের সাজার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা নিঃসন্দেহে অপরাধ। তবে সালমানের ৫ বছরের সাজা বেশি হয়ে গেছে। তাকে ৫ কোটি রুপি জরিমানা করে ছেড়ে দেওয়া হোক।’

Manual2 Ad Code

এই টুইটের কয়েক ঘণ্টা পর তসলিমা আরও একটি টুইটে লিখেন, ‘হুট করে পশু হত্যাকারীদের চেয়ে পেশাদার চোরাশিকারীদের কঠোর সাজা হওয়া উচিত।’

Manual5 Ad Code

তৃতীয় টুইটে এই সাহসী লেখিকা সকল চিড়িয়াখানা বন্ধের আহ্বান জানিয়ে লিখেন, ‘সকল চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া উচিত। সকল বন্য প্রাণীকে মুক্ত করে দেওয়া হোক। পশুদের আবাসস্থল যাতে মানুষ ধ্বংস না করে সেদিকে কঠোর নজরদারি করতে হবে। সকল কয়েদিদের মুক্ত করে দেওয়া হোক। আমাদের দরকার সংশোধনাগার। বন্ধ হোক মৃত্যুদণ্ড।’

Manual7 Ad Code

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..