গোয়াইনঘাটে সরকারী গোপাট খননের চলছে তান্ডবলীলা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

গোয়াইনঘাটে সরকারী গোপাট খননের চলছে তান্ডবলীলা

Manual5 Ad Code

গোয়াইনঘাট  প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারী গোপাট খননের হিড়িক চলছে।  উপজেলার প্রতিটি ইউনিয়নের অধিকাংশ মৌজায় অবস্থিত সরকারী গোপাট খননের চলছে তান্ডবলীলা।

গোপাট খনন করে মাছ চাষাবাদের উপযোগী করে তোলা হচ্ছে সরকারী ঐ ভূমিতে।  এই ইস্যু নিয়ে চলছে উপজেলার সচেতন মহলের মধ্যে নানা আলোচনা সমালোচনা।

Manual8 Ad Code

ইতি মধ্যে উপজেলা প্রশাসানের হস্থক্ষেপে নন্দিরগাঁও, রুস্তুমপুর ও ডৌবাড়ি ইউনিয়নের বেশ কয়টি মৌজায় সরকারী গোপাট খনন বন্ধ হয়েছে। সরকারী গোপাট রক্ষায় উপজেলা প্রশাসন জিরোটলান্সে অবস্থান করলে ও সরকারী গোপাট খনন থেকে থেমে নেই উপজেলার আলীরগাঁও ইউনিয়নের খাগড়া গ্রামের একটি মহল।

Manual7 Ad Code

বন্যার সময় পানি বন্দী করে মাছ চাষ করতে ঐ গ্রামে চলছে গোপাট খনন করে খাল নিমার্ণের মহা উৎসব।

বৃহস্থপতিবার সকালে সরজমিন পরির্দশন করে স্থানীয় বাসিন্দা কাছ থেকে জানা যায় খাগড়া গ্রামের হাজী জালাল উদ্দিন, ইলিয়াছ, সিরাজ উদ্দিন ( সিরাই ), কুটি মিয়া, ফয়জুর রহমান ও হাজী সোনাফরসহ ১০/১৫ জনের একটি চক্র গত এক সপ্তাহ থেকে খাগড়া গ্রামের দক্ষিণ প্রান্তে সরকারী গোপাট খনন করে আসছেন।

Manual5 Ad Code

বিষয়টি সম্পর্কে স্থানীয়রা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ দাশকে অবগত করেন। সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ দাশ উক্ত গোপাট হইতে সাময়িক ভাবে মাটি খনন বন্ধ করেন।

Manual7 Ad Code

প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের না জানিয়ে গোয়াইঘাট উপজেলার বিভিন্ন মৌজায় সরকারী গোপাট খনন করে খাল তৈরি করা যেন প্রতা হিসাবে চালু হয়েছে। স্থানীরা সরকারী সম্পতি রক্ষায় নীতিমালা বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।

এ ব্যপারে স্থানীয় খাগড়া গ্রামের ফয়জুর রহমান এ গোপাট খননের বিষয়টি স্বীকার করে বলেন আমরা কয়েকটি বাড়ির মানুষের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করছি। উক্ত গোপাটটির শেষ সীমানা আম্বরখানা-তামাবিল মহা সড়কের পৌচ্ছানি কিভাবে আপনারা মহা সড়কের সাথে সংযোগ করবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ দাশ বলেন,  গোয়াইনঘাট উপজেলার বেশ কয়টি ইউনিয়নে সরকারী গোপাট খননের অভিযোগ পেয়েছি। ইতি মধ্যে নন্দিরগাঁও, রুস্তুমপুর ও ডৌবাড়ি ইউনিয়নের বেশ কয়টি মৌজায় অবৈধভাবে সরকারী গোপাট খনন বন্ধ করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। খাগড়া গ্রামে সরকারী গোপাট খননের অভিযোগ পেয়ে খনন কাজ বন্ধ করেছি। সরজমিন পরিদর্শন পূর্বক দোষীদের বিরোধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..