মিউজিক ভিডিও গানে মডেল আজমা সুরাইয়া শিল্পী

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

মিউজিক ভিডিও গানে মডেল আজমা সুরাইয়া শিল্পী

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :: মানুষের মনে কতইনা স্বপ্ন থাকে, থাকে কল্পনা। আর এই সব স্বপ্ন আর কল্পনা বুঝতে হয়।তাই চুপি চুপি অনুভবে তুমি কি আমার হবে, এই অসাধারন গানে মডেল হিসেবে অভিনয় করেন কন্ঠ শিল্পী আজমা সুরাইয়া। ইতি মধ্যে তার গানের অডিও রিলিজ করা হয়েছে, S A Music Station ইউটিউব চ্যানেলে
কন্ঠ শিল্পী আজমা সুরাইয়া বলেন দীর্ঘ দিন ধরে আমি বি,টিভি ও বাংলাদেশ বেতারে তালিকা ভুক্ত হয়ে গান গেয়ে আসছি তাই এবার নিজের গানের নিজে মডেল হলাম। আর এই গানটির কথা, সুর ও সঙ্গীত করেছেন শিল্পী প্রিন্স খান।এই গানটির ভিডিও বৈশাখে S A Music Station, ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে আশা করি এই গানটি সকল দর্শকদের খুব ভালো লাগবে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..