সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: হাওরাঞ্চলের সবুজ ধান পাকা শুরু হয়েছে। সোনালী রঙ ধরছে সবুজ ধানে।কয়েক বছর পর আবারো ধান ঘরে তোলার আশায় বুক বেঁধেছেন কৃষকেরা বিভিন্ন হাওরের কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। ফলন দেখে সবাই খুশি। সোনালী ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর হাওরপাড়ের প্রতিটি কৃষক পরিবার। বোরো ধানের জেলা সুনামগঞ্জ, আর ধান হলেই ধনী সুনামগঞ্জের মানুষ! জেলায় ছোট-বড় অনেক হাওর রয়েছে। প্রায় চার হাজার কোটি টাকার ধানের উৎপাদন হয় এ জেলায়। পহেলা বৈশাখ থেকেই ধান কাটার জন্য দিন-ক্ষণ গুনতে শুরু করছেন কৃষকেরা। দক্ষিন সুনামগঞ্জের কৃষকেরা বলেন,এবার আল্লাহ রহমতে হয়ত আমরা ধান কাটতে পারব। আর আমরা মনের গভীর তেকে বলছি এবার বাধের যে উন্নয়ন হয়েছে তা আমরা কখনো দেখিনি,এত উন্নয়ন কখনো দেখিনি। আমরা আশা করছি এবার ধান ঘরে তুলে বেদনা কাটাতে সক্ষম হব। তারা বলেন আমাদের জমিজামা করার জন্য, সার বীজ, টাকা অনেক কিছু দিয়েছে এই সরকার আমরা এই সরকারের উপকারের কথা কখনো ভুলবনা। আমরা যখন না খেয়ে মরার উপক্রম তখন এই সরকার আমাদেরকে অল্প টাকায় চাল দিয়ে আমাদের জীবন রক্ষা করেছে। এমন আরো বলেন আমাদের প্রতিমন্ত্রী মান্নান সাহেবকে আল্লাহ যেন দীর্ঘ হায়াৎ দান করেন। উনার মত মানুষ দক্ষিন সুনামগঞ্জ কখনো ছিলোনা আর হবেও না। আমরা উনার মত প্রতিনিধি পেয়ে ধন্য। এই কথা গুলো কৃষকের মনের গভীরের। তারা অনেক ফসলহারা বেদনার পর এখন ফসল কাটার আশায় মুখে হাসি ফুটেছে। কিছু ধান কাটাও শুরু হয়েছে, সবাই এখন প্রানের বৈশাখের কাজ নিয়ে ব্যস্ত, প্রত্যেক ঘরে এখন বৈশাখের আনাগোনা। শুভ নববর্ষ এবার প্রকৃত শুভ হবে এই আশা ব্যক্ত করছেন দক্ষিণ সুনামগঞ্জ সাংহাই হাওরের কৃষকরা।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd