সুনামগঞ্জে খােঁটের নিচ থেকে ৪’শ বোতল বিদেশী মদ উদ্ধার

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

সুনামগঞ্জে খােঁটের নিচ থেকে ৪’শ বোতল বিদেশী মদ উদ্ধার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে শোয়ার ঘরে বিশেষ কৌশলে মাটিতে গর্ত করে খাঁেটর (পালং)’ নিচ থেকে ৪’শ বোতল বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।’ রোববার সদর উপজেলার নইদার খামার গ্রামে অভিযান চালিয়ে র‌্যাবের টহল দল কাজল মিয়া নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।’ সে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী নইদার খামার গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।’

Manual3 Ad Code

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানীর সুত্রে জানা যায়, কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সাল আহমেদের নেতৃত্বে রোববার ভোর রাতে সদও উপজেলার নইদার খামার গ্রামের কাজল মিয়া আধা পাঁকা বিল্ডিং ঘরের শোয়ার রুমেরও খাঁটের নিচ থেকে বিভিন্ন ব্রান্ডের ৪’শ বোতল বিদেশী মদের বোতল উদ্ধার করার পর তাকেও আটক করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ২০ বোতল বিদেশী ভদকা, ২১২ বোতল এসি ব্লাক, ১৬৮ বোতল অফিসার্স চয়েস মদ রয়েছে। উদ্ধারকৃত মদের মুল্য প্রায় ৬ লাখ টাকা। , আলামত হিসাবে উদ্ধারকৃত মদ ও আটককৃত আসামীকে বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেছে র‌্যাব।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..