সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : দুই দিনের রিমান্ডশেষে আটক নাইজেরিয়ান নাগরিককে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডোনাট্স এমেকা ওনিজিউয়া নামের ওই নাগরিককে গত বৃহস্পতিবার আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার তাকে আদালতে হাজির করে দুই দিনের রিমান্ডে নেয়া হয়।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, দুইদিনের রিমান্ড শেষ হওয়ায় রোববার তাকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে ডোনাটস নিজেকে নির্দোষ দাবি করেছে। এরপর তারা বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। তারা এসব তথ্য যাচাই-বাছাই করছেন।
যুক্তরাষ্ট্রে একটি সেমিনারে অংশ নেয়ার সুযোগ করে দেয়ার প্রলোভন দেখিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের কাছ থেকে প্রায় ৪ লাখ ৭৬ হাজার ৬৪০ টাকা (সাড়ে ৫ হাজার ইউ এস ডলার) হাতিয়ে নেয় একটি চক্র। এ অভিযোগে গত বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুরে একটি হোটেল থেকে ডোনাটসকে আটক করা হয়। সে এ চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ড. মোহাম্মদ ফারুক মিয়া বাদী হয়ে শাহপরাণ (র:) থানায় একটি মামলা দায়ের করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd