সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮
ডেস্ক নিউজ :: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকা থেকে পুরান মুন্সেফী পর্যন্ত পুরাতন খোয়াই নদী দখলের মহোৎসব চলছে। সম্প্রতি হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া খোয়াই নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ দখলমুক্ত করার নির্দেশ দেন সহকারি কমিশনারকে (ভূমি)। কিন্তু এ আদেশ উপেক্ষা করে প্রভাবশালী মহল পুরাতন খোয়াই নদী দখল করে বাসা নির্মাণ করছেন। নদীতে এসব অবৈধ স্থাপনা নির্মাণের কারণে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। ফলে বর্ষা মৌসুমে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেমা হল ঝিলপাড় এলাকা থেকে শ্যামলী সাধুর মাজার পর্যন্ত প্রভাবশালী মহল নদী ভরাট করে অবৈধভাবে দখলে নিয়ে বাসা নির্মাণ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তাদের দখলের কারণে পানি নিস্কাশন হচ্ছে না। এলাকার বাসাবাড়িতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা লেগেই থাকে। এ বিষয়ে এলাকাবাসী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd