সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০১৮
নিজস্ব প্রতিবেদন :: জকিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে বলৎকার করে ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত বখাটেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি টিম তাকে শহর থেকে আটক করে।
আটক বখাটে পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুল মুকিতের ছেলে পারভেজ আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ বখাটে পারভেজ একটি মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রকে দিনের বেলায় জকিগঞ্জ বাজারে একটি কক্ষে নিয়ে জোরপূর্বক বলৎকার করে ভিডিও ধারণ করে। পরে এই ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় ঐ ছাত্র বাদী হয়ে জকিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছাত্র থানায় একটি অভিযোগ দিয়েছে। বখাটেকে আটক করা হয়েছে। ভিডিও উদ্ধারের চেষ্ঠা চলছে।
এদিকে ন্যাক্কারজন এ ঘটনায় জড়িত বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd