সিলেট ২৬শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
প্রকাশিত: ২:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
Sharing is caring!
নিজস্ব প্রতিবেদক :: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারিতে রোববার রাতে গর্ত ধসে কয়েকজন শ্রমিক হতাহত হয়েছে। এর মধ্যে ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
আহত অবস্থায় তিনজনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরো কয়েকজন শ্রমিক মাটি চাপা অবস্থায় থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহতদের বাড়ি সুনামগঞ্জের মুরাদপুর গ্রামে বলে জানা গেছে। তবে, তাদের ঠিকানা জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রাত ১১টায় নিহত দুজনের মরদেহ কোম্পানীগঞ্জ থানা সদরে এসে পৌঁছে।
স্থানীয় একটি সূত্র জানায়, ভোলাগঞ্জ কোয়ারির কালাইরাগ এলাকায় রাতে জেনারেটর চালিয়ে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাত ৯টায় গর্ত ধসে এ প্রাণহানির ঘটনা ঘটে।
………………………..
Design and developed by best-bd