সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত মৃত্যুর উপত্যাকা জাফলং পাথর কোয়ারী। প্রশাসনের চরম অবহেলা আর উদাসীনতার কারণে ভুমিখেকো চক্রের দৌরাত্ন্য বৃদ্ধি। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মন্দিরের জুমপাড় এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করে আসছিল পাথরখেকো একটি সঙ্গবদ্ধ চক্র।এই সঙ্গবদ্ধ চক্রের সদস্যদের গর্তে পাথর উত্তোলনের সময় গর্তের পাড় ধসে মাটি চাপা পড়ে এক নারীসহ ৫ জন নিহত এবং আহত হয়েছিল কমপক্ষে ৬ শ্রমিক। ঘটনার পরদিন নিহত জহের আলীর মেয়ে জাকিরুন বেগম বাদী হয়ে জমির মালিকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করলে ১০ আসামীর জামিন নামঞ্জুর করে আদালত। । এদিকে মাটি চাপায় ৫ শ্রমিক নিহতের ঘটনার সচিত্র প্রতিবেদন কয়েকটি গণমাধ্যমে সম্প্রচার হলে টনক নড়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের। রহস্যজনক কারণে দুর্ঘটনার ২৫ দিন পর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে হেনরি লামিনসহ ৪২ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। সংশ্লিষ্ট মামলায় এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। উল্লেখ্য গেল বছরের ১৩ নভেম্বর একই গর্তে অবৈধ ভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে চম্পা রানী দাশ নামের এক কিশোরী, ২৭ ডিসেম্বর ও চলিত মাসে পাথর কোয়ারীতে ট্রাক চাপায় নিহত হয় এক শিশু ও দুই পাথর শ্রমিক এবং ২০১৩ সালের ১৩ মার্চ বল্লাঘাট জুমপাড় এলাকায় মাটিচাপায় শ্রী রাভন দাস,বলু দাস, নিখিল দাস নামের ৩ পাথর শ্রমিক নিহত হয়েছিল। এব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমানকে, প্রশ্ন করা হলে প্রথমত: তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে প্রশাসনের নিয়মিত ট্রাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে বলে দাবী করেন । সংশ্লিষ্টদের মতে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত ট্রাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হলে একই গর্তে দ্বিতীয় বার ৫ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটে এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল স্থানীয় সাংবাদিকদের বলেন, অবৈধ ভাবে পাথর উত্তোলন কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিহতদের পরিবারকে আর্থিক সহয়তা করা হবে। সংশ্লিষ্টদের মতে স্থানীয় প্রশাসনের চরম অবহেলা আর উদাসীনতার কারণে থেমে থাকেনি পাথর খেকোদের দৌরাত্ম্য।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd