সিলেট ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সিলেট :: ২৫ জানুয়ারি সিলেট মহানগরীর আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসানের উপর হামলার ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেটে কর্মরত সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকালে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশে প্রতিদিন পত্রিকার সিলেট ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, ইমজা সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজুর, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি আব্দুল বাতিন ফয়ছল, ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসিন, টিসিডোএ সিলেটের আহ্বায়ক শ্যামানন্দ দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সহ সভাপতি নাজমুল কবির পাবেল, সাধারণ সম্পাদক শংকর দাস, বাংলা টিভির প্রতিনিধি আবু তালেব মুরাদ, ইমজার মারুফ আহমদ, ফটো জার্নালিস্ট এর কার্যকরি সদস্য নুরুল ইসলাম, ক্যামেরাপার্সন বাবর, ইমজার সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু, দেশ টেলিভিশনের ক্যামেরাপার্সন আশরাফুল কবীর, শাহীন আহমদ, শামীম আহমদ, বিজয়ের কণ্ঠর ফটো সাংবাদিক এস আই সবুজ প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, নিরানন্দ পাল ও মামুন হাসানের উপর হামলার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী লিয়াকত আলী সহ কয়েকজন কারাগারে আছে। কিন্তু অন্য আসামীরা এখনো গ্রেফতার হয়নি। এসব আসামী এখন রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তাই অবিলম্বে আসামীদেরকে গ্রেফতার করার দাবি জানিয়েছে সিলেটের সাংবাদিক সমাজ ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd