সিলেট ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৮
জুড়ী প্রতিনিধি : ঢাবিতে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক হামলার প্রতিবাদে জুড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ – ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ কর্তৃক হামলা ও সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয় গুলোতে সন্ত্রাস-দখলদারীত্বের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জুড়ী উপজেলা শাখার উদ্যোগে জুড়ী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলার সংগঠক অনীক চন্দ, জুড়ী উপজেলা সংগঠক ওসমান গনি,সঞ্জয় গোয়ালা,শাহল আব্দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন একটি ছাত্র সংঠনের কাজ যেখানে শিক্ষার্থীদের অধিকার রক্ষা করা, ছাত্রলীগ সেখানে ছাত্র অধিকার রক্ষা দূরে থাক সাধারন শিক্ষার্থীরা যখন যৌন নিপীড়ন বিরোধী অান্দোলন করছে সেখানে সসস্ত্র হামলার মধ্য দিয়ে যৌন নিপীড়নকারীদের পক্ষাবলম্বন করল। এমতাবস্থায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাস দখলদারীত্বের বিরুদ্ধে সকল শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd