সিলেট :: অর্থমন্ত্রী আবুুল মাল মুহিতকে রাষ্ট্রপতি করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। তিনি বলেন, ‘সিলেটের কৃতি সন্তান এবং দেশের সফল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বয়োজ্যেষ্ট  এ নেতা দীর্ঘদিন ধরে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। আমি মনে করি প্রবীণ এই নেতার জন্য এখন প্রয়োজন বঙ্গভবন।’

রোববার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষ্যে তার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেটের একজন নাগরিক হিসেবে আবুল মাল আব্দুল মুহিতকে রাষ্ট্রপতি করার দাবি জানাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

Manual2 Ad Code

মিসবাহ সিরাজ আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিন তিনি সিলেটের বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন। এ কারণে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে তাঁর জনসভাস্থলকে জনসমুদ্রে পরিণত করতে নেতাকর্মীরা কাজ করছেন বলেও জানান তিনি।’

প্রধানমন্ত্রীর জনসভা থেকে আগামী জাতীয় সংসদ এবং সিটি করপোরেশন নির্বাচন সংক্রান্ত কিছু দিক নির্দেশনা আসতে পারে। যার কারণে নেতাকর্মীরা এই সফরে অনেকটাই উজ্জিবিত বলেও মন্তব্য এই নেতার।

Manual6 Ad Code

মতবিনিময়ে  প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,  জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীছাড়াও ১৪দলের শরীক দলের শীর্ষ নেতার উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code