সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮
হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচঙ্গের পল্লী আমিরখানী এলাকা থেকে জনৈক কবির মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৮) এবং জাতুকর্ণপাড়া তেলকুমার হাটিস্থ স্ব স্ব বাড়ী থেকে মৃত খেদমত অলীর মেয়ে হোসনে আরা বিবি (৪০) নামে দুই নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । এই দুটি মৃতদেহ শনিবার দুপুরে স্ব স্ব এলাকা থেকে উদ্ধার করা হলেও আগের দিন ওরসে গিয়ে আর বাড়ী ফিরতে পারেনি অপর এক নারী। শুক্রবার রাতে জেলার মাধবপুর উপজেলাধীন খড়কি গ্রামের নিকটবর্তী যগদান নদী থেকে সাহেদা বেগম নামে এই নারীর মৃতদেহ ভাসমান অবস্থায় পুলিশ উদ্ধার করে।
এদিকে ঝুলন্ত বা নদী থেকে ভাসমান অবস্থায় একের পর এক এসব মৃতদেহ উদ্ধারের পর সর্বত্র ছড়িয়ে পড়ছে আতংক। জনমনে প্রশ্ন উঠেছে, এমন অনাকাঙ্খিত মৃত্যু কি পারিবারিক বা দাম্পত্য কলহের জের ধরে নিছক আত্মহত্যা নাকি কোন শত্রুতার জের ধরে পক্ষদ্বয় বা আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটানোর উদ্যেশ্যে কোন চক্র এমন সিরিজ মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। তবে পুলিশ কখনও বলছে নিছক আত্মহত্যা আবার বলছে প্রকৃত তদন্তের পর দেখা যাবে এসব মৃত্যুর নেপথ্যে মোটিভ কি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd