গোলাপগঞ্জে বেপরোয়া চুরি আইনশৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ ব্যবসায়ীরা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৮


Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে চুর চক্র আবারো সক্রিয় হয়ে উঠেছে। গত তিন দিনের ব্যবধানে পৌর শহরের তিনটি স্থানে চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আতংকের মধ্যে রয়েছে গোলাপগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ পৌরবাসী। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীরর অবহেলাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এসব চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

Manual5 Ad Code

জানা যায়, গত বুধবার গভীর রাতে উপজেলার পৌর এলাকার আহমদ খান রোডের টপলেডি নামের একটি বস্ত বিতানে চুর চক্র হানা দেয়। প্রতিষ্ঠানটির পেছনের দিকে জানালার গ্রীল ভেঙে প্রবেশ করে তারা। এতে ২০ হাজার টাকা খোয়া যায়। পরদিন বৃহস্পতিবার সকালে দোকানের কর্মচারী এসে দেখতে পান তাদের ভেতরে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে দোকানের মালিক নোমান উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় আমার কর্মচারী সুহেল আহমদ দোকান খোলার পর দোকানের পেছনের জানালা ভাঙ্গা দেখে আমাকে অবগত করলে আমি দ্রুত ছুটে এসে ঘটনাটি দেখতে পাই।

Manual8 Ad Code

এদিকে গত মঙ্গলবার রাতে পৌর সদরের চৌমূহনীতে বনফুল এন্ড কোম্পানীতে চুরির সংঘটিত হয়। চোরচক্র দোকানের পেছনের একটি জানালার গ্রীল কেটে ক্যাশ বাক্স ভেঙ্গে মোবাইল ও নগদ টাকা ৩ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে বনফুলের মালিক জানান, প্রতিদিনের মত সোমবার আমার দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে সকালে দোকান খুলে দেখতে পান পিছনের জানালার গ্রীল কাটা। তবে প্রতিদিনের বিক্রিত পণ্যের টাকা সঙ্গে নিয়ে যাওয়ায় চোরচক্র বেশী ক্ষতি সাধিত করতে পারেনি। এ ঘটনায় চোর চক্র দোকানের ক্যাশ বাক্স ভাঙলেও অল্প পরিমাণেন টাকা নিয়ে যায়। অপরদিকে গত সোমবার রাতে গোলাপগঞ্জ পৌর এলাকায় বসবাসকারী এক ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির সূত্রপাত হলে চোর সেখানেও খুব বেশী টাকার মালামাল নিতে সক্ষম হয়নি। এ সময় চোর জানালা গ্রীল ভেঙে একটি স্বর্ণের আংটি ও কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

Manual8 Ad Code

এদিকে বিগত ২০ দিনের ব্যবধানে পৌর সদরের বাজারের রোকসানা জুয়েলার্স, ফাইজা জুয়েলার্স, মা টেলিকম, এস.টি ফ্যাশনেও চুরির ঘটনা ঘটে। একের পর এক চুুরির ঘটনায় বাজারের ব্যবসায়ীদের বিরাজ করছে উদ্বেগ-আতংক। এ ব্যপারের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান, চুরির ঘটনাগুলোর বিষয়ে আমাকে অবগত করা হয়েছে।চুরচক্রকে ধরতে পুলিশ তৎপর রয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..