শাকিবের বক্তব্য মানতে নারাজ অপু

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

Manual2 Ad Code
ক্রাইম সিলেট ডেস্ক : একমাত্র পুত্র আব্রাম খান জয়কে দেখতেই ঢাকায় এসেছিলেন শাকিব খান। ঢাকায় ফিরে যুগান্তরের প্রতিবেদকের কাছে এমন কথাই জানিয়েছিলেন তিনি। কিন্তু ছেলে জয়কে না দেখেই ঢাকা ত্যাগ করেন এ নায়ক- এমন খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নতুন ছবির শুটিং করতে চলে গেছেন তিনি। যাওয়ার আগে গণমাধ্যমকে বলেন, জয়কে দেখার জন্য শাকিবের লোক বারবার ফোন করেও অপুকে পাননি। তাই ছেলের জন্য আনা নানা উপহার না দিয়ে সেগুলো ফেলে রেখে আবার শুটিংয়ে ফিরেছেন। এমন খবর প্রকাশের পরই অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এমন অভিযোগ যদি শাকিব খান করে থাকেন তাহলে সেটি মিথ্যে। কারণ ছেলেকে দেখতে আমার সঙ্গে কোনো যোগাযোগই করেননি শাকিব। আমার ফোন সর্বক্ষণ আমার সঙ্গেই ছিল। শাকিবের কোনো কল এতে আসেনি। তার কোনো লোকও আমাকে কল দেয়নি।’ অপু আরও বলেন, ‘শাকিব খান একজন চমৎকার বাবা। সেটি আমি অস্বীকার করব না। ছেলের জন্য সব বাবার মতোই তারও টান রয়েছে, নিয়মিত কাছে থাকতে না পারার কষ্টও হয়তো আছে। ব্যস্ততার কারণে সে কাছে থাকতে পারে না। সে কখন দেশে আসে কখন যায় কিছুই জানি না আমি। শাকিবের কাছে এটা আশা করি না।’ যদিও শাকিবের ঘনিষ্ঠজনরা বলেছেন, তারা অপুকে ফোন দিয়েছিলেন। অপু ফোন রিসিভ করেননি।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..