বিশ্বনাথে শপিং ব্যাগে পাওয়া গেল নবজাতক শিশু!

প্রকাশিত: ২:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

Manual4 Ad Code
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে রাস্তার পাশে বনেরঝুপে শপিং ব্যাগে পাওয়া গেছে নিস্পাপ জীবিত এক নবজাতক শিশুকন্যাকে। গত বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মধনপুর গ্রামের পরিমল দাসের বাড়ির পাশে একটি শিশুটিকে পাওয়া যায়। শিশুটি বর্তমানে নোয়ারাই গ্রামের সিএনজি অটোরিকশা চালক নুর মিয়া (৪০) এর জিম্মায় দিয়েছে পুলিশ।

জানা যায়, বুধবার রাত ৯টায় নোয়ারাই গ্রামের নারায়ন দাসের পুত্র পলাশ দাস (২০) আমতৈল বাজার থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে বনেরঝুপে একটি শিশুর কান্না শোনতে পায়। এসময় সে লাইট জালিয়ে দেখতে পান একটি শপিং ব্যাগের ভেতরে ওই শিশুটি কাঁদছে। পরে সে স্থানীয় মেম্বার শফিক মিয়া’সহ আশপাশের লোকজনকে খবর দিলে মেম্বার শফিক মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানা পুলিশকে খবর দেন। থানার ওসির কথা মতো শিশুটিকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তারেক নুরুল ইসলাম শিশুটিকে চিকিৎস্যা দেন।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ওই সিএনজি চালক শিশুটিকে লালন পালনের দায়িত্ব নিতে চাইলে পুলিশ তার (নুর মিয়া) জিম্মায় দেয়।

Manual1 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..