ক্রাইম সিলেট ডেস্ক :: খোলা ট্রাকের রাখা আসনে বসে আছেন জ্ঞানের দেবী সরস্বতী। তার চারপাশে টবে রাখা গাছ। সৌন্দর্যবর্ধন এসব গাছের সাজানো ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। তাছাড়া ট্রাকে ঝুলানো হয়েছে হারিকেন। হারিকেনের আবছা আলোয় ফুটিয়ে তোলা হয়েছে গহীনে অন্ধকার রূপ। সেই আবছা আলো আর পাতার ফাঁক দিয়ে দেবী সরস্বতীর রূপ দর্শন করছেন ভক্তরা।

Manual4 Ad Code

এভাবেই প্রতিবছরের ন্যায় এবছরও সম্প্রীতির নগরী সিলেটে বের করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব বিদ্যাদেবী সরস্বতীর শোভাযাত্রা। মঙ্গলবার রাত আটটা থেকে সবকটি পূজামন্ডপ থেকে ট্রাকে করে দেবীকে নিয়ে নগর পরিভ্রমণ শুরু হয়। চলবে মধ্য রাত পর্যন্ত।

এসময় ভক্তরা নেচে গেয়ে শোভাযাত্রাকে আরও বর্ণিল করে তোলেন। এছাড়া জিন্দাবাজার- জল্লারপার-লামাবাজার সড়কের পাশে,মির্জাজাঙ্গাল-তালতলা-সুরমা মার্কেট পয়েন্ট-বন্দরবাজার- কোর্টপয়েন্টসহ রাস্তার দুইধারে দর্শনার্থীদেরও ঢল নামে। ধর্ম-বর্ণ নির্বিশেষে উপভোগ করেন বর্ণিল এই আয়োজন।

Manual7 Ad Code

নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মন্ডপ থেকে প্রায় শতাধিক প্রতিমা নিয়ে আয়োজকেরা বর্ণাঢ্য এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। হিন্দুধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশুদের উৎসবমুখর অংশগ্রহণে আনন্দমুখর হয়ে ওঠে শোভাযাত্রাটি। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ক্বীন ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।

এদিকে, শোভাযাত্রা চলাকালে বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। এতে অনেকটা ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জ্ঞানের আলোকবর্তিকা নিয়ে আসেন বিদ্যাদেবী সরস্বতী। তাইতো দেবীর চরণে শ্রদ্ধার্ঘ আর পুষ্পমাল্য অর্পণ, বাণী পাঠের মধ্য দিয়ে পূজা অর্চনা করেন তারা। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জার মধ্য দিয়ে দিনটি উদযাপন শেষে দেবী নিয়ে নগর পরিভ্রমনে বের হন ভক্তরা।

Manual8 Ad Code

এদিকে, পূজা আয়োজন নির্বিগ্নে পালনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওহাব।

Manual7 Ad Code