গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮


Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ আসামী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে ৫জন গ্রেফতারী পরোয়ানার ও ১জন মাদক মামলার আসামী।

Manual1 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে- গোয়াইনঘাট উপজেলার জাফলং নয়াবস্থি গ্রামের সমছু মিয়ার ছেলে আব্দুল মজিদ(৫০), আব্দুল আহাদ(৩০),এরশাদ আলী (২৮),সিরাজুল ইসলাম প্রকাশ বাবু মিয়ার ছেলে আব্দুল লতিফ (৩৫),আজিজ মিয়ার পুত্র শাকিল আহমদ(১৯) এবং মাদক মামলায় কানাইঘাট উপজেলার হারাতৈবেতু গ্রামের ইমদাদুল হকের ছেলে ফয়সল আহমদ।
মঙ্গলবার রাতে গোয়াইনঘাট সীমান্ত জনপদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে সীমান্ত জনপদ জাফলংয়ের নয়াবস্থি গ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থানার এসআই সমিরণ দাস,এসআই জুনেদ, এএসআই জামাল তাদেরকে গ্রেফতার করেন।

Manual2 Ad Code

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় আসামীদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। থানা পুলিশের এই অভিযান আরো বেশ কিছু দিন অব্যাহত থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..