সিলেট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮


Manual6 Ad Code

সিলেট :: বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণের দাবিতে সারাদেশের ন্যায় সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন।

Manual8 Ad Code

সিলেট জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল ইসলামের সঞ্চালনায়, সভাপতি মোঃ আকরামুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সমন্বয়ক সৈয়দ হাবিবুল হকের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচী পালিত হচ্ছে। সিলেট জেলার ২৫৭ জন সিএইচসিপি তাদের কর্মস্থল বন্ধ রেখে এই কর্মসূচীতে অংশগ্রহণ করছেন।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, গত ২০, ২১ এবং ২২ জানুয়ারি সিলেটের ১২টি উপজেলার সিএইচসিপিরা স্ব-স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচী পালনের পর আজ মঙ্গলবার সিভিল সার্জন অফিসে তাদের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করছেন। এতে করে তৃণমূল স্বাস্থ্য সেবা চরম বাধাগ্রস্থ হচ্ছে। অসংখ্য গরীব রোগী সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন। সিএইচসিপিরা জানান, যতদিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চাকুরী জাতীয়করণের কোন আশ্বাস না পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়নে অচিরেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

উক্ত অবস্থান কর্মসূচীতে সিলেট জেলা এবং বিভাগের সাবেক ও বর্তমান সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..