সিলেটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপন

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

Manual2 Ad Code

সিলেট :: প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৮ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) প্রাণিসম্পদ বিভাগ সিলেটের উদ্যোগে নগরীতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় উপপরিচালক ডা. মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, সিকৃবি’র প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। এছাড়াও প্রাণিসম্পদ বিভাগ সিলেটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা স্বাস্থ্যবান জাতি গঠনে প্রাণিসম্পদ বিভাগের অবদানের ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রাণিসম্পদ বিভাগের সম্ভাবনা ও এসডিসির লক্ষ্য অর্জনে করণীয় এবং সর্বোপরী অংশীজনদের সহযোগিতায় প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্যবান, মেধাবী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রাণিসম্পদ বিভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Manual2 Ad Code

সভা পরিচালনা করেন সিলেট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাসনা আক্তার।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..