সিলেটে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত থাকবেন স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা : মাল্লা মোহাম্মদ আবু কাওছার

প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

Manual7 Ad Code

সিলেট :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মোল্লা মোহাম্মদ আবু কাওছার বলেছেন, ‘আগামী ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সিলেট সফর উপলক্ষ্যে আয়োজিত আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা ঘিরে গোটা সিলেটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হবে। আর সেই উৎসবে স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা সামনের কাতারে থাকবেন। আর তাদের সকল কর্মকান্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরেই হবে। তাকে স্বাগত জানাতে স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মীরাই মূল ভূমিকা রাখবেন বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল রোববার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি স্বেচ্ছাসেবকলীগের সকল ইউনিট থেকে নেতাকর্মীদের ব্যানার সহকারে মিছিল নিয়ে জনসভাস্থলে আসারও আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি আফসার আজীজের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি দেবাশীষ বিশ্বাস, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ এর মানবাধিকার বিষয়ক সম্পাদক মানিক ঘোষ, শিশু ও পরিবার কল্যাণ সম্পাদক এডভোকেট মাহফুজা বেগম সাঈদা, সদস্য এডভোকেট কামাল উদ্দিন আহমদ, এডভোকেট ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু। উপস্থিত ছিলেন সিলেট মহানগর, জেলা স্বেচ্ছাসেবক লীগ এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিট নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..