প্রেসক্লাবের ভবণ নির্মাণে তহবিল গঠন সূধী সমাবেশে এম.এ হান্নান সংবর্ধিত

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮


Manual8 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট প্রেসক্লাবের প্রস্থাবিত নবনির্মিত ভবনের নির্মাণকাজ ও তার তহবিল গঠনের লক্ষ্যে কানাইঘাটের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে সূধী সমাবেশ আয়োজন করে প্রেসক্লাব।

Manual6 Ad Code

রোববার বিকেল ৩টায় কানাইঘাট ডাক বাংলো মিলনায়তনে এ সূধী সমাবেশে প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটি নেতৃবৃন্দ আমন্ত্রিত সূধীজনদের উদ্দেশ্যে প্রেসক্লাবের নবনির্মিত ভবনের পরিকল্পিত বাজেটের পরিমান ৩৬ লক্ষ টাকা সহ এ সংক্রান্তে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক সিলেট নির্বাহী সম্পাদক এম.এ হান্নান সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual6 Ad Code

ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় প্রেসক্লাবের তহবিল গঠন ও এম.এ হান্নানের সংবর্ধনা অনুষ্ঠানে সূধীজন তাদের বক্তব্যে প্রেসক্লাবের একটি আধুনিক ভবন নির্মাণে সব ধরনের সহযোগিতার আশ^াস প্রদান করেন।

সেই সাথে সূধীজন তাদের বক্তব্যে বলেন, সিলেটের সাংবাদিক অঙ্গনের একজন সিনিয়র পরিচিত মুখ ও সাংবাদিক সমাজের অভিভাবক হচ্ছেন এম.এ হান্নান। তিনি সব সময় একজন নির্বিক কলম সৈনিক ছিলেন, সিলেটের মাটি ও মানুষের কথা তিনি সব সময় সংবাদপত্রে তুলে ধরতেন। সিলেট প্রেসক্লাবেরসহ সভাপতি নির্বাচিত হয়ে তিনি কানাইঘাটবাসীর মুখ উজ্জ্বল করেছেন। ভবিষ্যতে এ জনপদের মানুষের পাশে থেকে নির্বিক একজন কলম সৈনিক হিসেবে কাজ করার পাশাপাশি কানাইঘাটের আর্তসামাজিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে তিনি কাজ করে যাবেন।

Manual5 Ad Code

বক্তারা আরো বলেন, এ জনপদের গর্ভের একটি প্রতিষ্ঠান হচ্ছে কানাইঘাট প্রেসক্লাব। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সবাই সহযোগিতার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব মোহনা টেলিভিশনের ডাইরেক্টর আব্দুল মুমিন চৌধুরী, সংবর্ধিত অতিথি এম.এ হান্নান, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, ইমজার সাবেক সভাপতি এনটিভির সিলেট ব্যুারো চিফ এডভোকেট মঈনুল হক বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়েজ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, দৈনিক এশিয়া এইজ সিলেটের ব্যুারো চিফ আব্দুল হালিম সাগর, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, দৈনিক ভোরেরপাতার সিলেটের ব্যুারো চিফ জয়নাল আবেদীন, নিউজ চেম্বার ডট কমের সম্পাদক তাওহীদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরিফুল হক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকপার্টির সদস্য কিউএম ফররুখ আহমদ ফারুক, কানাইঘাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক মহাজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক, মুলাগুল নয়াবাজার আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, খেয়াঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মখলিছুর রহমান পাশা, কানাইঘাট পৌরসভার কাউন্সিলর যথাক্রমে ইসলাম উদ্দিন, তাজ উদ্দিন, আবিদুর রহমান, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাপা নেতা কামরুজ্জামান কাজল, কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুন নুর, সিনিয়র সদস্য বাবুল আহমদ, কাওছার আহমদ, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসীম উদ্দিন, সহযোগী সদস্য মুমিন রশিদ, জুনায়েদুর রহমান প্রমুখ।

Manual5 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..