সিলেট ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জানুয়ারি) ভোরের দিকে হলের ডি ব্লকের ৪০১ ও ৪০২ নম্বর রুমে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা কক্ষে ঢুকে ৪টি ল্যাপটপ ও ২টি মোবাইল সেট নিয়ে গেছে।
হলের ওই দুটো কক্ষে থাকা শিক্ষার্থীরা জানান, চোরেরা ছাদের দরজার গ্রিল কেটে প্রবেশ করে আমাদের রুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে চুরি করে। এসময় হলের এক ছাত্রী দেখে ফেলায় চোরের দল ছাদ দিয়ে নেমে পালিয়ে যায়।
বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন বলেন, ভোরে হলে চুরির ঘটনা ঘটেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে পরবর্তী উদ্যোগ নিচ্ছি।
ঘটনাস্থল পরিদর্শন করে জালালাবাদ থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার জানান, ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হলের ভেতর থেকে কেউ একজন সহয়তা না করলে এ ধরনের চুরি সম্ভব নয়।
এ ধরনের চুরির ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হলে অবস্থানরত ছাত্রীরা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd