শাবির ছাত্রী হলে চুরি, আতঙ্কে ছাত্রীরা

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৮


Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে চুরির ঘটনা ঘটেছে।

Manual1 Ad Code

শনিবার (২০ জানুয়ারি) ভোরের দিকে হলের ডি ব্লকের ৪০১ ও ৪০২ নম্বর রুমে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা কক্ষে ঢুকে ৪টি ল্যাপটপ ও ২টি মোবাইল সেট নিয়ে গেছে।

Manual3 Ad Code

হলের ওই দুটো কক্ষে থাকা শিক্ষার্থীরা জানান, চোরেরা ছাদের দরজার গ্রিল কেটে প্রবেশ করে আমাদের রুমের ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে দরজা খুলে চুরি করে। এসময় হলের এক ছাত্রী দেখে ফেলায় চোরের দল ছাদ দিয়ে নেমে পালিয়ে যায়।

Manual1 Ad Code

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট শরীফা ইয়াসমিন বলেন, ভোরে হলে চুরির ঘটনা ঘটেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে পরবর্তী উদ্যোগ নিচ্ছি।

ঘটনাস্থল পরিদর্শন করে জালালাবাদ থানার উপ-পরিদর্শক সুজন তালুকদার জানান, ছাত্রীদের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে, হলের ভেতর থেকে কেউ একজন সহয়তা না করলে এ ধরনের চুরি সম্ভব নয়।

Manual6 Ad Code

এ ধরনের চুরির ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন হলে অবস্থানরত ছাত্রীরা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..