সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালু হবে: বিমান ও পর্যটনমন্ত্রী

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

Manual6 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এমপি বলেছেন, সিলেট থেকে সরাসরি লন্ডন ফ্লাইট চালুর লক্ষ্যে ৪৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ওভার লে ৮-১৪ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি করে রানওয়ের শক্তিমাত্রা বৃদ্ধি করা হবে, আরও ৬টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার বিকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Manual1 Ad Code

তিনি বলেন, যাত্রীদের কথা বিবেচনা করে ঢাকা-সিলেট রুটে বিমানের বিকালে একটি ফ্লাইট চালু করা হবে। এছাড়া ইউএস বাংলা ফেব্রুয়ারি থেকে বিকালে ফ্লাইট চালু করবে। সিলেটের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সিলেট থেকে কার্গোপণ্য রফতানির প্রয়োজনীয় ইকুইপমেন্টস সংগ্রহ করা হবে।

Manual7 Ad Code

মন্ত্রী আরও বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানগুলোকে রক্ষা করে এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসেবে গড়ে তোলা হবে এবং কক্সবাজার সিলেট রুটে ফ্লাইট চালু করা হবে।

Manual8 Ad Code

সভায় বক্তব্য রাখেন মহিবুর রহমান মানিক এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান প্রমুখ।

Manual3 Ad Code

পরে মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..