রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৮

Manual5 Ad Code

ক্রাইম সিলেট ডেস্ক : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে  মা ও তিন সন্তানসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

গতকাল বৃহষ্পতিবার রাত ১টার দিকে উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্রসংলগ্ন শিবিরের পার্শ্ববর্তী জাতিসংঘের উদ্বাস্তু  বিষয়ক হাই কমিশন (ইউএনএইচসিআর)-এর ট্রানজিট ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual6 Ad Code

অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত সবাই মিয়ানমারের রাখাইন থেকে নতুন আসা রোহিঙ্গা। এরা হলেন আবদুর রহিমের স্ত্রী নূর হাবা (৩০), আবদুর রহিমের মেয়ে দিল চাঁন বিবি (৬), ছেলে আমিন শরীফ(৩) ও শিশু আরজুমান খাতুন (দেড় বছর)।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল জানান, বৃহস্পতিবার গভীর রাতে তাঁবুর ভেতর মোমবাতির আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁবুতে রোহিঙ্গা মা তার সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন। তাৎক্ষণিকভাবে  আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় নিয়ন্ত্রণ করার আগেই একই পরিবারের চারজনের মৃত্যু হয়।’

Manual7 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ইউএনএইচসিআর কর্তৃপক্ষ সারা দিন ধরে কাউকে তাদের ট্রানজিট ক্যাম্পটিতে ঢুকতে দেয়নি।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডে চার রোহিঙ্গা নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..