জসিম উদ্দীন, কোর্ট রিপোর্টার: ২০১৮ সালের জন্য সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
মোট ১৩শ’ ৯৭ জন ভোটারের মধ্যে এবার ১২টি পদের বিপরীতে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে সভাপতি পদে-৪ জন, সহ সভাপতি- ১ পদে ২জন, সহ সভাপতি-০২ পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে মোট ৪ জন, যুগ্ম সম্পাদকের ২টি পদে মোট ৪ জন, সমাজ বিষয়ক সম্পাদক পদে ২ জন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে ২জন, লাইব্রেরী সম্পাদক পদে ২ জন, প্রধান নির্বাচন কমিশনার পদে ২জন, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মোট ৩জন, সহ সম্পাদকের ৩টি পদে মোট ৯ জন এবং ১১টি সদস্য পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual7 Ad Code

এ দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির ২নং বার হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির নির্বাচন সংশ্লিষ্টরা।

Manual6 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ২০১৮ এর দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার মো. এমদাদুল হক এডভোকেট মঙ্গলবার (৯ জানুয়ারি) জানান, ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বারের মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে সুষ্ট ভাবে আসন্ন নির্বাচন পরিচালনার জন্য সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এবারের নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট মো. নুরুল আমিন ও এডভোকেট মো. গিয়াস উদ্দিন চৌধুরী।

Manual7 Ad Code

জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে সভাপতি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আব্দুল গফফার, মো. জামিলুল হক জামিল, মো. মিনহাজ উদ্দিন খান ও মোহাম্মদ লালা।
সহ সভাপতি- ১ পদে মো. মোছলেহ উদ্দিন ও মো. শফি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ সভাপতি-০২ পদে মো. আনোয়ার হোসেন ও মো. আলী হায়দার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- আনছারুজ্জামান, মো. আব্দুল কুদ্দুছ, মো. ওবায়দুর রহমান ও হোসেন আহমদ।
যুগ্ম সম্পাদকের ২টি পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীরা হলেন- এন. আই. এম. মাছুম চৌধুরী, জোহরা জেসমিন, মো. সফিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুছ ছাত্তার।
সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও রাশিদা সাঈদা খানম প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে মো. অহিদুর রহমান চৌধুরী ও মো. সোহেল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাইব্রেরী সম্পাদক পদে মোছা. রাহিমা খানম রীমা ও সিরাজ উদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান নির্বাচন কমিশনার পদে জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ও মো. আলিম উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মোট ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- পান্না লাল দাস, মো. মখলিছুর রহমান ও মোহাম্মদ আব্দুল হান্নান।
সহ সম্পাদকের ৩টি পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- ইমরান আহমদ, মো. আজমল হোসেন, মো. আব্দুল্লাহ আল হেলাল, মো. বাবুল মিয়া, মো. রব নেওয়াজ রানা, মো. হেদায়েত হোসেন তানবীর, মোহাম্মদ ছায়াদ মিয়া, মোহাম্মদ হুমায়ুন কবীর ও রঞ্জু দেবনাথ।
নির্বাচনে ১১টি সদস্য পদের বিপরীতে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদের প্রার্থীরা হলেন- আব্দুল মালিক, এ.এস.এম. আব্দুল গফুর, এ. কে.এম. ফখরুল ইসলাম, কঙ্কন কুমার রায়, নোমান মাহমুদ, প্রহলাদ চন্দ্র দেব, মো. আখতার হোসেন খান, মো. আব্দুল ওদুদ, মো. আব্দুল মান্নান চৌধুরী, মো. আব্দুল শহীদ, মো. ইতরাত হোসেন চৌধুরী, মো. মজিবুর রহমান, মোহাম্মদ ফজলুল রব ও সিরাজুল ইসলাম।
এদিকে, সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা জমে উঠেছে। সিলেট জেলা বারের বিভিন্ন হলে প্রচারণার শেষ সময়ে কুশল বিণিময়, লিফলেট বিতরণসহ প্রচারণা চলে। এ সময় আদালত পাড়ায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

Manual3 Ad Code